Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কুষ্টিয়া সদর উপজেলা সমবায় কার্যালয়ের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


উপজেলা সমবায় কার্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া এর বিগত ০৩ বৎসরের অর্জিত সাফল্য :

সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে উপজেলা সমবায় কার্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে সারাদেশে উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন,  সমবায় পণ্য উৎপাদন ও  বাজারজাতকরণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট 13 টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং 260 জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে।  ২০১4-১5 সনে 312 টি, ২০১5-১6 সনে 311 টি এবং ২০১6-১7 সনে 312 টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। 100 জন সমবায়ীকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের মাধ্যেমে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে 40 জনের    আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ‘রূপকল্প ২০২১’, ‘এসডিজি’ অর্জন এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী দপ্তরের আশ্রায়ণ প্রকল্পের আওতায় কুষ্টিয়া  সদর উপজেলায়  তিনটি আশ্রয় প্রকল্প আছে । 01। চৌড়হাস আশ্রয়ন 5059000/- টাকা ঋণ বিতরণ I 5255372/- টাকা  আদায়  2। গড়াই-1 আশ্রয়ন প্রকল্প 4361000/- টাকা ঋণ বিতরণ ও 4014000/- টাকা ঋণ আদায়  3। আলামপুর আশ্রয়ণ প্রকল্প 1020000/- টাকা ঋণ বিতরণ ও 759784/- টাকা ঋণ আদায়Kiv nq|